Nil

তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের ঐ আকাশ
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস
কেন শেষ বিকেলের
সে পড়ন্ত রোদে
তুমি গাইছো নতুন কোন গান
কেন জোছনা রাতে
রঙ্গিন ক্যানভাসে
তবু কাঁদছে তোমার অভিমান
স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
আজও রঙ্গিন অমলিন আরও নীল
দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাঙ্গচিল
বৃষ্টির ফোঁটায় আঁকাছি ছবি
সেই ধূসর কবিতার আমি অন্ধ কবি
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল



Credits
Writer(s): Anik Khan, Minar
Lyrics powered by www.musixmatch.com

Link