Rup Dekhaiya

রূপ দেখাইয়া পাগল করলা গো
সখী, করলা আমায় দিওয়ানা
তোমায় ছাড়া প্রাণে বাঁচি না
এমন কথা কইয়া আমায় রে
বন্ধু, বাড়াইয়ো না যন্ত্রণা
আমার কষ্ট তুমি বুঝবা না

রূপ দেখাইয়া পাগল করলা গো
সখী, করলা আমায় দিওয়ানা
তোমায় ছাড়া প্রাণে বাঁচি না
এমন কথা কইয়া আমায় রে
বন্ধু, বাড়াইয়ো না যন্ত্রণা
আমার কষ্ট তুমি বুঝবা না

আমি এক অবলা নারী
কত জ্বালা সইতে পারি
প্রেমের পথে আমায় ডাইকো না
আমি এক অবলা নারী
কত জ্বালা সইতে পারি
প্রেমের পথে আমায় ডাইকো না

তুমি আমায় ভুল বুইঝো না
ওগো আমার রূপের কন্যা
তুমি আমায় ভুল বুইঝো না
ওগো আমার রূপের কন্যা
প্রেমের আগুন দাও নিভিয়ে
কাছে তুমি আসো না

তোমায় ছাড়া প্রাণে বাঁচি না
আমার কষ্ট তুমি বুঝবা না

লাইলী-শিরি প্রেম দুঃখীনি
আরও আছে রজকিনী
কেউ জীবনে সুখ তো পাইলো না
লাইলী-শিরি প্রেম দুঃখীনি
আরও আছে রজকিনী
কেউ জীবনে সুখ তো পাইলো না

এখন হইলো কলির কাল
নকল প্রেমে সবাই মাতাল
এখন হইলো কলির কাল
নকল প্রেমে সবাই মাতাল
আমায় তুমি করলে বিশ্বাস
জীবনেও ঠকবা না

তোমায় ছাড়া প্রাণে বাঁচি না
আমার কষ্ট তুমি বুঝবা না

রূপ দেখাইয়া পাগল করলা গো
সখী, করলা আমায় দিওয়ানা
তোমায় ছাড়া প্রাণে বাঁচি না
এমন কথা কইয়া আমায় রে
বন্ধু, বাড়াইয়ো না যন্ত্রণা
আমার কষ্ট তুমি বুঝবা না

রূপ দেখাইয়া পাগল করলা গো
সখী, করলা আমায় দিওয়ানা
তোমায় ছাড়া প্রাণে বাঁচি না
এমন কথা কইয়া আমায় রে
বন্ধু, বাড়াইয়ো না যন্ত্রণা
আমার কষ্ট তুমি বুঝবা না

তোমায় ছাড়া প্রাণে বাঁচি না
আমার কষ্ট তুমি বুঝবা না
তোমায় ছাড়া প্রাণে বাঁচি না
আমার কষ্ট তুমি বুঝবা না



Credits
Writer(s): Ashraf Faruk, Singer Mamun
Lyrics powered by www.musixmatch.com

Link