Prem Piritir Kotha Bondhu

প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
সবাই জানে, ও বন্ধু, সবাই জানে
ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে

প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
সবাই জানে, ও বন্ধু, সবাই জানে
ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে

চাঁদ উঠিলে দেখে সবাই, যায় না লুকানো
জলের সাথে ডাঙার পিরিত হয় না কখনো

ফুলের সাথে কাঁটা থাকে, কাঁটার সাথে ফুল
সারাজীবন পাইবা দুঃখ, করো যদি ভুল

মনের সাথে মনের মিল হয় প্রেমেরই টানে
সবাই জানে, ও বন্ধু, সবাই জানে
ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে

প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
সবাই জানে, ও বন্ধু, সবাই জানে
ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে

ঘরে যদি আগুন লাগে, নিভানো তা যায়
মনে যদি লাগে আগুন, নিভার নাই উপায়

চোখের আলো না থাকিলে অন্ধ তারে কয়
পাগল বলে তারে যে জন প্রেমে অন্ধ হয়

মনের সাথে মনের মিল হয় প্রেমেরই টানে
সবাই জানে, ও বন্ধু, সবাই জানে
ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে

প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
সবাই জানে, ও বন্ধু, সবাই জানে
ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে

প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
প্রেম-পিরিতির কথা, বন্ধু, যায় না রাখা গোপনে
সবাই জানে, ও বন্ধু, সবাই জানে
ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে

ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে
ও, সবাই জানে, ও বন্ধু, সবাই জানে



Credits
Writer(s): Ahmed Rizvi, Pronob Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link