Bolte Parini

বলতে পারিনি যে মনেরই কথা
কানে কানে আজ বলে যাই
বলতে পারিনি যে মনেরই কথা
কানে কানে আজ বলে যাই
আমার ঘুম না আসা রাতে
আমার অজানা বিষাদে
আমি হাত বাড়ালেই
তোকেই যেন পাই
বাঁধা পড়েছে আমার মন যে
বাঁধা পড়েছে আমার মন রে
জানিনা কবে যে, কখন রে
সঙ্গে না হয় আজ
দু'পা চল রে
সঙ্গে না হয় আজ
দু'পা চল রে
তুই ছাড়া আমি যে অচল রে

পাশে তুই থাকলে আমি পারি
দিতে সাত সমুদ্র পাড়ি
তুই শুধু আমায় ছেড়ে যাস না
তোর বুকে মুখ লুকিয়ে ভাবি
শুধু তুই সকল সুখের চাবি
তুই আমায় একটু ভালো বাস না

যদি ঝড়ে ভাঙে ঘর
তবে আমি বাঁধবো আবার
সেই ছোট্ট, ছোট্ট খেলাঘরে
তুই হবি সঙ্গী আমার
বলতে পারিনি যে মনেরই কথা
কানে কানে আজ বলে যাই
আমার ঘুম না আসা রাতে
আমার অজানা বিষাদে
আমি হাত বাড়ালেই
তোকেই যেন পাই
বাঁধা পড়েছে আমার মন রে
বাঁধা পড়েছে আমার মন রে
জানিনা কবে যে, কখন রে
সঙ্গে না হয় আজ দু'পা চল রে
সঙ্গে না হয় আজ দু'পা চল রে
তুই ছাড়া আমি যে অচল রে



Credits
Writer(s): Arkapravo Mukherjee, Chandrani Ganguli
Lyrics powered by www.musixmatch.com

Link