Ish Debashish (From "Ish Debashish")

ইস দেবাশিস, তুমি বড়ো হয়ে গেছো দেবাশীষ
ইশ দেবাশীষ, চেনা ঠিকানার নেই হদিশ
ইশ দেবাশিস, বয়ে গেলো শুধু বছরের ঢেউ
ভালোবাসো যাকে, আজ তার পাশে অন্য কেউ ।

একে একে সব চলে যায়,
স্কুল পাড়া কলেজ অফিস
সিলেবাস শেষ হয়ে যায়
জীবন দিয়ে যায় না নোটিশ .
দেবাশিষ তুমি তারাদের পাহারা দাও .
রোজ রাতে নেশা তুর চোখে ফিরতে চাও .
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে .
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে ।

ইস দেবাশিস, ছেড়া বোতামের ক্ষত ভোলা যায়
লেগে থাকে সুতো তোমার হৃদয়ের এক কোনায়
হো. ইস দেবাশিস, ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ
শুকিয়েছে জল, ছটফট করে মরে গেছে মাছ ।

কেউ বলে দিলোনা তোমায়,
কি হারালে কি কি পাওয়া যায়
একদিন ফুরিয়ে গেলে,
দেরি হয়ে গেলো দোটানা হায় । .
দেবাশিষ তুমি তারাদের পাহারা দাও .
রোজ রাতে নেশা তুর চোখে ফিরতে চাও .
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে .
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে ।

ইস দেবাশিস ...



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link