Kalboishakhi (From "Kalboishakhi")

কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে

বেগুনি রঙে আমি
সাইকেল চালিয়ে তোমার বাড়ি
ঐ বাগানে দাঁড়িয়ে
ভুলে যাই কথা দরকারি
বেগুনি রঙে আমি
সাইকেল চালিয়ে তোমার বাড়ি
ঐ বাগানে দাঁড়িয়ে
ভুলে যাই কথা দরকারি
মুখ ফেরালে তুমি যেই
পর্দা টেনে রাখে জানলা
রেলগাড়ির ঐ বাঁশিতে
ছুটে চলে দূরপাল্লা

সেইসময় দুপুর, আধঘুমে সবাই
তখন তোমার পাড়ায়...
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে

মেঘ করে আসে চোখে
ছাদ পেরিয়ে চলে যাও ছুঁলে
হাওয়া দিলে ফিরে এসো
Clip এ দড়িতে জড়াও চুলে
মেঘ করে আসে চোখে
ছাদ পেরিয়ে চলে যাও ছুঁলে
হাওয়া দিলে ফিরে এসো
Clip এ দড়িতে জড়াও চুলে
প্রেমিকের বিবরণ
Cassette এর ফিতে জড়িয়ে
বিয়েবাড়ির সাজে মন
শুধু পেন্সিল ঘুরিয়ে

সেইসময় দুপুর, আধঘুমে সবাই
তখন তোমার পাড়ায়...
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
কাল বৈশাখী আসুক
কাল বৈশাখী আসুক
কাল বৈশাখী আসুক
কাল বৈশাখী আসুক



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link