Aj Pasha Khelbo Re Shyam

শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিধু বনে
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম

ও শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিধু বনে
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম

একেলা পাইয়াছি হেথা
পলাইয়া যাবে কোথা
একেলা পাইয়াছি হেথা
পলাইয়া যাবে কোথা
চৌদিকে ঘিরিয়া রাখবো
চৌদিকে ঘিরিয়া রাখবো
সব সখীগণে
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম

ও শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিধু বনে
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম

দীনহীনা যাবে কোথা বন্ধুর চরণ বিহনে
দীনহীনা যাবে কোথা বন্ধুর চরণ বিহনে
রাঙা চরণ মাথায় নিয়া
রাঙা চরণ মাথায় নিয়া
কান্দে বসে বিরহে
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম

ও শ্যাম রে, তোমার সনে
শ্যাম রে, তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিধু বনে
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম



Credits
Writer(s): Surojit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link