Tarpor Football

সকাল সকাল মাঠে নামি
পায়ে আমার পুরনো sneaker
ছুটতে থাকা সবুজ ঘাসে
শিশির ভেজা ব্যস্ত jogger

ভিড় বাসে kits bag-এ
মফস্বলের ট্রেনের ভিড়ে
নোংরা অনেক, তবু জানি
ঝড়টা হবে আকাশ চিরে

তারপর ফুটবল
তারপর ফুটবল
তারপর ফুটবল

দুপুর রোদে ঘামছে শহর
তোমরা লুকোও AC ঘরে
আমরা তখন তপ্ত ধূলোয়
শুকনো ঘাসে স্বপ্ন ঝরে

কাঠের বেড়া, ফাঁকা gallery
গড়বে ঠিকই সারি সারি
আকাশ আগুন ঝড়ের হাওয়ায়
১১ টা মুখ মুক্তি পাঠায়

ফুটবল
ফুটবল, ফুটবল
শুধুই ফুটবল

যতই আসুক বাধা
একসাথেই লড়বো
নতুন দিনের আশায়
এক পথেই চলবো

রাত্রি নামে, মত্ত প্রহর
ক্লান্ত ট্রেনে ফিরছি ঘরে
আলোয় আলোয় সাজছে শহর
আবার সে রূপ অন্ধকারে

কত আশ্বাস, প্রতিশ্রুতি
মিথ্যে যত হানবেই নথি
মানবো না হার অন্ধ চাপে
আমার লড়াই বিশ্বকাপে

ফুটবল, ফুটবল
শুধুই ফুটবল
ও, আমার ফুটবল

ফুটবল, ফুটবল
শুধুই ফুটবল
ফুটবল, ফুটবল
আমার ফুটবল
প্রাণের ফুটবল



Credits
Writer(s): Chayan Acharjee, Indrajit Dey
Lyrics powered by www.musixmatch.com

Link