Kichu Chena Mukh

কিছু চেনা মুখ, আর অচেনা সুখ
প্রতিদিন স্বপ্ন দেখায়
জীবন নাকি জীবনধারায়
মন তো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়?

কিছু চেনা মুখ, আর অচেনা সুখ
প্রতিদিন স্বপ্ন দেখায়
জীবন নাকি জীবনধারায়
মন তো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়?

সামনের পথ নাকি স্থবির স্মৃতি
আগামীর গান নাকি পুরোনো গীতি
সামনের পথ নাকি স্থবির স্মৃতি
হঠাৎ থেমে যাওয়া সময় যেন
চোখে ভাসছে, আর ভাবছে
দাঁড়িয়ে পথের কিনারায়

জীবন নাকি জীবনধারায়
মন তো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়

হয়তো পড়ে থাকা জীবন মেলায়
আজ, কাল আর পরশুর গল্প হারায়
হয়তো পড়ে থাকা জীবন মেলায়
সময়ে অসময়ে ভেঙে যাওয়া মন
যেন বলছে, শুধু বলছে
ও অবুঝ চোখের ভাষায়

জীবন নাকি জীবনধারায়
মন তো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়

কিছু চেনা মুখ, আর অচেনা সুখ
প্রতিদিন স্বপ্ন দেখায়
জীবন নাকি জীবনধারায়
মন তো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়



Credits
Writer(s): Pt. Debojyoti Bose
Lyrics powered by www.musixmatch.com

Link