Sare Tin Haath

সাড়ে তিন হাত আয়ু ঘোরে
মেঘ ছাউনির তলে রে
খাঁচায় বন্ধ পাখি কান্দে
পরান ভাসা জলে রে

সাড়ে তিন হাত আয়ু ঘোরে
মেঘ ছাউনির তলে রে
খাঁচায় বন্ধ পাখি কান্দে
পরান ভাসা জলে রে

না পোড়ায় রে মনের জ্বালা
না পোড়ায় রে, থাক
না পোড়ায় রে মনের জ্বালা
না পোড়াই রে, থাক

পোড়া ঘরে পোড়ে শরীর
না পোড়ে সোহাগ রে
না পোড়ে সোহাগ

কান্দে রে, কাঁন্দে রে মন
রসের নাগর হারায় যে জন
কান্দে রে, কান্দে রে মন
রসের নাগর হারায় যে জন
সে জন ছাড়া কে খোঁজে কার মন রে
কান্দে রে, কান্দে রে রসিক জন রে
কান্দে রে, কান্দে রে রসিক জন

সাড়ে তিন হাত আয়ু ঘোরে
মেঘ ছাউনির তলে রে
খাঁচায় বন্ধ পাখি কান্দে
পরান ভাসা জলে রে

সাড়ে তিন হাত আয়ু ঘোরে
মেঘ ছাউনির তলে রে
খাঁচায় বন্ধ পাখি কান্দে
পরান ভাসা জলে রে



Credits
Writer(s): Debal Guharay, Subhendu Maity
Lyrics powered by www.musixmatch.com

Link