Inge Laare

ইঙ্গে লারে লারে লারে
ইঙ্গে লারে লারে লারে
মনে পড়ে বারে বারে

ইঙ্গে লারে লারে লারে
মনে পড়ে বারে বারে
তখন সবাই রাত দিন কানা কাল
এক্সাম আজ পড়াশোনা তোল পিতল
বাক্স বিছানা কোথায় কে যাব নেই কারো জানা

জীবন তবুও থমকে থাকেনি
বেপরোয়া রাত শাসন নামা না
পাখনা গজালো মেলে দিয়ে ডানা
তবু মনে আছে সেই আস্তানা

ইঙ্গে লারে লারে লারে
মনে পড়ে বারে বারে ও

বিপ্লবী রাত ঘেরাও মিছিল
মুখর স্লোগান হোস্টেলেছে না
রাত জাগা চোখে পোস্টারে লেখা
স্বপ্ন দেখায় নেই কোন মানা

এ বিপ্লবী রাত ঘেরাও মিছিল
মুখর স্লোগান হোস্টেলেছে না
রাত জাগা চোখে পোস্টারে লেখা
স্বপ্ন দেখায় নেই কোন মানা
একসাথে হওয়া মুখের ভিড়ে
ইউনিয়নের সেই সানিয়ানা

ও চারিদিকে শুধু মুখোশ মানুষ
ধান্দাবাজির রাজনীতি খেলা
ইঙ্গে লারে লারে লারে
মনে পড়ে বারে বারে

কিছু কিছু কথা
জমে থাকে বুকে
ভেজা ভেজা কান্না
ভিজে আছে চোখে
অজানা কত ছবি
ধাঁধা আঁকে বাঁকে
দিন যায় রাত যায়
খুঁজে ফিরি তাকে
খুঁজে ফিরি তাকে
খুঁজে ফিরি তাকে



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link