Paharia Sur

পাহাড়িয়া সুর মেঘে ঢাকা
বাহারি রোদ্দুর আঁকাবাঁকা
পাহাড়িয়া সুর মেঘে ঢাকা
বাহারি রোদ্দুর আঁকাবাঁকা
সাদামাটা মন জলের মতন
তাই ঝর্ণার মতো গান হয়ে যাই চল

মিঠে কুয়াশায় ভিজবে যদি
দু'চোখ ভাসায় তিস্তা নদী
মিঠে কুয়াশায় ভিজবে যদি
দু'চোখ ভাসায় তিস্তা নদী
খাদের কিনার, স্বপ্ন হাজার
যেন নদীর মতন জীবন ছলাত ছল

ও মালাই তিস্তা রাঙিত সারাই মানপারছা
ও মালাই দাড়া কাড়া ধেরাই রামাউছা
অউ আয়রা হেরা হিমাল কাটি সুন্দর ছা
ছিসো ছিসো হাওয়া লে মন নাই ছুয়েরা লাঞ্চা

গালিচা সবুজ, যত দূরে চোখ
বাতাসে অবুঝ আলোর ঝলক
পিঠে নিয়ে ভোর, পাহাড়ি শহর
যেন পায়ে পায়ে রোজ দিগন্তকে ছুঁই

খবর পাঠায় বাতাসিয়া
বৃষ্টি নামাও, বাঁশুরিয়া
একফালি ঘুম, ভেজা মরশুম
আমার মন কেমনের বন্ধু হবি তুই

ও মালাই তিস্তা রাঙিত সারাই মানপারছা
ও মালাই দাড়া কাড়া ধেরাই রামাউছা
অউ আয়রা হেরা হিমাল কাটি সুন্দর ছা
ছিসো ছিসো হাওয়া লে মন নাই ছুয়েরা লাঞ্চা

ও মালাই তিস্তা রাঙিত সারাই মানপারছা
ও মালাই দাড়া কাড়া ধেরাই রামাউছা
অউ আয়রা হেরা হিমাল কাটি সুন্দর ছা
ছিসো ছিসো হাওয়া লে মন নাই ছুয়েরা লাঞ্চা

ও মালাই তিস্তা রাঙিত সারাই মানপারছা
ও মালাই দাড়া কাড়া ধেরাই রামাউছা
অউ আয়রা হেরা হিমাল কাটি সুন্দর ছা
ছিসো ছিসো হাওয়া লে মন নাই ছুয়েরা লাঞ্চা



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link