Happy

আবার এলো যে সন্ধ্যা
(সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা)

যার মুখ ভরা ছিল মিষ্টি হাসি
যার চোখ জুড়ে ছিল সরলতা
যার কণ্ঠ জুড়ে ছিল "এই নীল মনিহার"
যার দু'হাতে বেজে উঠতো পিয়ানো, গিটার
যে ছিল এক সঙ্গীত পূজারী

সেই হ্যাপি (হ্যাপি), প্রিয় হ্যাপি (হ্যাপি)
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি (হ্যাপি), প্রিয় হ্যাপি (হ্যাপি)
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

প্রথম পরিচয়ে হ্যাপিকে সবাই
খুব আপন করে নিতো সহজেই
হ্যাপি ছিল তাদেরই একজন
যারা হিংসা-বিদ্বেষ এড়িয়ে চলে

তবুও কোথাও যেন হ্যাপির মন
বড় দুঃখ ছিল, তাই গেয়ে গেল
"এই পৃথিবীর বুকে আসে যারা
নেই কি কোনো তাদের আশা?
আমি একা হলেম, নাকি দিশেহারা?"

হ্যাপি (হ্যাপি), প্রিয় হ্যাপি (হ্যাপি)
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি (হ্যাপি), প্রিয় হ্যাপি (হ্যাপি)
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

হ্যাপি ছিল উদার সাগরের মতো
তাই সবার বিপদে দিতো হাত বাড়িয়ে
সমাধান হলে শেষ, ধীরে ধীরে সকলে
হ্যাপির হাতটা নিতো ছাড়িয়ে

কোনো এক অজানা ব্যথা নিয়ে বুকে
আমাদের ছেড়ে হ্যাপি চলে গেছে
সুরে সুরে কিছু কথা, কিছু ব্যথা
গান করে রেখে গেছে আমাদের কাছে
"আজ আছি, কাল নেই, অভিযোগ রেখো না
অধরের ওই হাসি মুছে ফেলো না"

হ্যাপি (হ্যাপি), প্রিয় হ্যাপি (হ্যাপি)
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি (হ্যাপি), প্রিয় হ্যাপি (হ্যাপি)
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

হ্যাপি (হ্যাপি), প্রিয় হ্যাপি (হ্যাপি)
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি (হ্যাপি), প্রিয় হ্যাপি (হ্যাপি)
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

আমাদের প্রিয় হ্যাপি



Credits
Writer(s): David Paul Gifford Williams
Lyrics powered by www.musixmatch.com

Link