Premer Majhe

প্রেমের মাঝে প্রেমের চিঠি
আসতে হলে দেরী
ও, ইচ্ছে করে ভেঙ্গেই ফেলি
কল্পনার ঐ সিঁড়ি

প্রেমের মাঝে প্রেমের চিঠি
আসতে হলে দেরী
ও, ইচ্ছে করে ভেঙ্গেই ফেলি
কল্পনার ঐ সিঁড়ি

যদি কথা থাকে
দেখা হবে কোনো এক দিনে
মনটা তখন, ও, পাগল হয়ে
সাজে শুধু আপন মনে

যদি কথা থাকে
দেখা হবে কোনো এক দিনে
মনটা তখন, ও, পাগল হয়ে
সাজে শুধু আপন মনে

হঠাৎ যদি খবর আসে আসবে না সে
কাজ পড়েছে ভারী
তখন ইচ্ছে করে ভেঙ্গেই ফেলি
কল্পনার ঐ সিঁড়ি

প্রেমের মাঝে প্রেমের চিঠি
আসতে হলে দেরী
ও, ইচ্ছে করে ভেঙ্গেই ফেলি
কল্পনার ঐ সিঁড়ি

প্রেমের মাঝে প্রেমের চিঠি
আসতে হলে দেরী
ও, ইচ্ছে করে ভেঙ্গেই ফেলি
কল্পনার ঐ সিঁড়ি

যদি ঘরে আমার
ঐ টেলিফোন বেজে ওঠে
মনটা তখন, ও, নেচে ওঠে
বুঝি সে আমায় খোঁজে

যদি ঘরে আমার
ঐ টেলিফোন বেজে ওঠে
মনটা তখন নেচে ওঠে
বুঝি সে আমায় খোঁজে

তখন যদি কাছে যেতেই আমি দেখি
কন্ঠ নয় যে তারই
ও, ইচ্ছে করে ভেঙ্গেই ফেলি
কল্পনার ঐ সিঁড়ি

প্রেমের মাঝে প্রেমের চিঠি
আসতে হলে দেরী
ও, ইচ্ছে করে ভেঙ্গেই ফেলি
কল্পনার ঐ সিঁড়ি

প্রেমের মাঝে প্রেমের চিঠি
আসতে হলে দেরী
ও, ইচ্ছে করে ভেঙ্গেই ফেলি
কল্পনার ঐ সিঁড়ি



Credits
Writer(s): Nakib Khan
Lyrics powered by www.musixmatch.com

Link