Mama Chitte

কাঁধে কালো ব্যাগ আর step cut চুল
একাডেমি নন্দনে বইপাড়ায়
নীল denim-এর ভাঁজে আটকেছে মন
আমার আকাশ আজ চাইছে তোমায়

কখনো গড়িয়াহাটে মেঘে মেঘে মন
বাইপাস থেকে সোজা বৃন্দাবন
হাতে সিগারেট, আমি রোগা হৃত্বিক
বাসস্টপে একা মন, আসবে কখন?

মম চিত্তে আমি মিথ্যে, ওগো, তোমাকে ছাড়া
মনে ইচ্ছে খুঁজে নিচ্ছে তোমারই পাড়া
মম চিত্তে আমি মিথ্যে, ওগো, তোমাকে ছাড়া
মনে ইচ্ছে খুঁজে নিচ্ছে তোমারই পাড়া

Balcony, বোঝেনি, সাইকেলে অনেকে ফিরে তাকায়
রোজ একা ফিরে যায়, রোগা চেহারা, কোচিংয়ের রাস্তায়

কাঁধে কালো ব্যাগ আর step cut চুল
একাডেমি নন্দনে বইপাড়ায়
নীল denim-এর ভাঁজে আটকেছে মন
আমার আকাশ আজ চাইছে তোমায়

কখনো গড়িয়াহাটে মেঘে মেঘে মন
বাইপাস থেকে সোজা বৃন্দাবন
হাতে সিগারেট, আমি রোগা হৃত্বিক
বাসস্টপে একা মন, আসবে কখন?

মম চিত্তে আমি মিথ্যে, ওগো, তোমাকে ছাড়া
মনে ইচ্ছে খুঁজে নিচ্ছে তোমারই পাড়া
মম চিত্তে আমি মিথ্যে, ওগো, তোমাকে ছাড়া
মনে ইচ্ছে খুঁজে নিচ্ছে তোমারই পাড়া

আজ সে Ray-Ban-এ, denim-এ, মন অচেনা
শহরে ধূলো-ফুল, আজও তার বুকে চাঁদেলা বন্যা

কাঁধে কালো ব্যাগ আর step cut চুল
একাডেমি নন্দনে বইপাড়ায়
নীল denim-এর ভাঁজে আটকেছে মন
আমার আকাশ আজ চাইছে তোমায়

কখনো গড়িয়াহাটে মেঘে মেঘে মন
বাইপাস থেকে সোজা বৃন্দাবন
হাতে সিগারেট, আমি রোগা হৃত্বিক
বাসস্টপে একা মন, আসবে কখন?

মম চিত্তে আমি মিথ্যে, ওগো, তোমাকে ছাড়া
মনে ইচ্ছে খুঁজে নিচ্ছে তোমারই পাড়া
মম চিত্তে আমি মিথ্যে, ওগো, তোমাকে ছাড়া
মনে ইচ্ছে খুঁজে নিচ্ছে তোমারই পাড়া

মম চিত্তে আমি মিথ্যে, ওগো, তোমাকে ছাড়া
মনে ইচ্ছে খুঁজে নিচ্ছে তোমারই পাড়া



Credits
Writer(s): Kingshuk Chattopadhyay, Rupankar
Lyrics powered by www.musixmatch.com

Link