Aami Tomake Chai

এখন এইখানে আমি তোমাকে চাই
ঠিক এই গভীর রাতে আমি তোমাকে চাই
তোমাকে চাই স্বপ্ন সুদূরে
স্বপ্ন-যন্ত্রণায় তোমাকে চাই
তোমাকে চাই নির্জনতায়
তোমাকে চাই নিঃস্বতায়

চলে এসো, চলে এসো, হুল্লোড়-উল্লাস, এসো তুমি
বাঁচি এসো, মাতি এসো, ভুলি চলো সবকিছু
আমাকে নাও, স্বপ্ন নাও, ঝঞ্ঝাট সব ঝেড়ে ফেলো
ফুর্তির এই রাতদুপুরে আজকে ভীষণ
আজকে ভীষণ তোমাকে চাই

ও, এই নির্ভেজাল মনে আমি তোমাকে চাই
ও, এই সুরে-বেসুরে আমি তোমাকে চাই
তোমাকে চাই গোপনীয়তায়
মুক্ত আকাশে তোমাকে চাই
তোমাকে চাই নীরবতার
তোমাকে চাই খুব ব্যস্ততায়

চলে এসো, চলে এসো, হুল্লোড়-উল্লাস, এসো তুমি
বাঁচি এসো, মাতি এসো, ভুলি চলো সবকিছু
আমাকে নাও, স্বপ্ন নাও, ঝঞ্ঝাট সব ঝেড়ে ফেলো
ফুর্তির এই রাতদুপুরে আজকে ভীষণ
আজকে ভীষণ তোমাকে চাই

আমি সবকিছু ভুলতে চাই
সব অপমান আমি ভুলতে চাই
জাপটে ধরো আমায়, জড়াও আমায়
যাবতীয় মায়া আমি ভুলতে চাগ

চলে এসো, চলে এসো, হুল্লোড়-উল্লাস, এসো তুমি
বাঁচি এসো, মাতি এসো, ভুলি চলো সবকিছু
আমাকে নাও, স্বপ্ন নাও, ঝঞ্ঝাট সব ঝেড়ে ফেলো
ফুর্তির এই রাতদুপুরে আজকে ভীষণ
আজকে ভীষণ তোমাকে চাই

তোমাকে চাই
তোমাকে চাই
তোমাকে চাই



Credits
Writer(s): Rupankar, Chaitali
Lyrics powered by www.musixmatch.com

Link