Ae Bhabe Doojonke Jara Aaj

হো, হু, হা হা হা
আরে এই ভাবে দুজনকে যারা আজ দেখে
বড় বড় চোখ করে কেনো চেয়ে থাকে
যেন এখনি চায় গো কিছু ঘটাতে জনে জনে বদনাম রটাতে
তবু লকলকে জিভ কেনো বোবা করে রাখে
ডিরি,এ ই ডিরি এ ই ডিরি এ ই

এই ভাবে দুজনকে যারা আজ দেখে
বড় বড় চোখ করে কেনো চেয়ে থাকে
যেন এখনি চায় গো কিছু ঘটাতে জনে জনে বদনাম রটাতে
তবু লকলকে জিভ কেনো বোবা করে রাখে

ওদের গ্রাহ্য করে আমাদের মাঝখানে তুলোনা দেওয়াল হা হা
বুদ্ধির ঢেকি ওরা কেউতো মানুষ নয় শুধুই শেয়াল হু হু
ওদের গ্রাহ্য করে আমাদের মাঝখানে তুলোনা দেওয়াল
বুদ্ধির ঢেকি ওরা কেউতো মানুষ নয় শুধুই শেয়াল
আমরা যে ভালোবাসি তাই এতো কাছে আসি
আমরা যে ভালোবাসি তাই এতো কাছে আসি

ওরা কেউ জানেনাতো ভালোবাসা বলে ওগো কাকে
ডিরি এ ই ডিরি এ ই ডিরি এ ই হা হা
আরে এই ভাবে দুজনকে যারা আজ দেখে
বড় বড় চোখ করে যদি চেয়ে থাকে
ওরা চাকনা এখনি কিছু ঘটাতে গলা ছেড়ে বদনাম রটাতে
কেউ কেড়ে নিতে পারবেনা তোমাকে আমাকে হ্যা

আরে আমার যা ভালো বুঝি সবচেয়ে বেশি ভালো তাই আমাদের বুঝলে
লোভে আর হিংসায় যাদের বুকটা জ্বলে জ্বলুক তাদের জ্বলুকনা
আমার যা ভালো বুঝি সবচেয়ে বেশি ভালো তাই আমাদের
লোভে আর হিংসায় যাদের বুকটা জ্বলে জ্বলুক তাদের
আমরা যে ভালোবাসি তাই এতো কাছে আসি
আমরা যে ভালোবাসি তাই এতো কাছে আসি

আমরা মিলেছি এক সুন্দর জীবনের ডাকে
ডিরি এ ই ডিরি এ ই ডিরি এ ই হা হা
আরে এই ভাবে দুজনকে যারা আজ দেখে
বড় বড় চোখ করে কেনো চেয়ে থাকে
যেন এখনি চায় গো কিছু ঘটাতে জনে জনে বদনাম রটাতে
তবু লকলকে জিভ কেনো বোবা করে রাখে
ডিরি এ ই ডিরি এ ই ডিরি এই



Credits
Writer(s): Babul Bose, Pulak Bandopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link