Mone Pore Anek Kathi

মনে পড়ে অনেক কথাই
মনে শুধু পড়ে না এখন
মনে পড়ে অনেক কথাই
মনে শুধু পড়ে না এখন

প্রথম সে আলাপের দিনে
কেন আমি হারালাম মন?
কেন আমি হারালাম মন?

মনে পড়ে অনেক কথাই
মনে শুধু পড়ে না এখন

আজ শুধু এই মনে হয়
আজ শুধু এই মনে হয়
হয়েছে তো কত পরিচয়
আজ শুধু এই মনে হয়

কত মুখ লেগেছে ভালো
কাউকে তো ভাবিনি আপন
কেন আমি হারালাম মন?

মনে পড়ে অনেক কথাই
মনে শুধু পড়ে না এখন

কেন আমি তোমাকে দেখে
কেন আমি তোমাকে দেখে
ভুলে গেছি নিজেকে নিজে?
কেন আমি তোমাকে দেখে

মনে হলো তোমার খোঁজে
ঘুরেছি সারাটি জীবন
কেন আমি হারালাম মন?

মনে পড়ে অনেক কথাই
মনে শুধু পড়ে না এখন

কেন তুমি চোখের ফাঁকে
কেন তুমি চোখের ফাঁকে
ঠেলে দিলে স্বপ্নটাকে?
কেন তুমি চোখের ফাঁকে

বুঝি তাই তোমার হাতে
দিলাম জীবন মরণ
কেন আমি হারালাম মন?

মনে পড়ে অনেক কথাই
মনে শুধু পড়ে না এখন
মনে পড়ে অনেক কথাই
মনে শুধু পড়ে না এখন

প্রথম সে আলাপের দিনে
কেন আমি হারালাম মন?
কেন আমি হারালাম মন?

মনে পড়ে অনেক কথাই
মনে শুধু পড়ে না এখন

মনে শুধু পড়ে না এখন
মনে শুধু পড়ে না এখন



Credits
Writer(s): Babul Bose, Pulak Bandopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link