Bhalo Loke Bhalo Katha

ভালো লোক, ভালো কথা, মিষ্টি হাসি
কোথা পাবে বলো আজ, সব যে বাসি
ভালো লোক, ভালো কথা, মিষ্টি হাসি
কোথা পাবে বলো আজ, সব যে বাসি

এখানে পথ মানুষের মন, বেদুঈনের রুক্ষ জীবন
এখানে পথ মানুষের মন, বেদুঈনের রুক্ষ জীবন
পটে আঁকা ছবি আর সাজানো বাগান
আসে সবই, তবু নেই, নেই তাতে প্রাণ
পটে আঁকা ছবি আর সাজানো বাগান
আসে সবই, তবু নেই, নেই তাতে প্রাণ
বাতাসটা সেও বড় অবিশ্বাসী
ভাল সুর কোথা পাবে? ভাঙা যে বাঁশি

বন্ধুর দাম, পরশের ভাব
প্রেয়সীর প্রেম বড়ই অভাব
বন্ধুর দাম, পরশের ভাব
প্রেয়সীর প্রেম বড়ই অভাব

প্রেমে-প্রীতি-ভালোবাসা, ভাবছো সে কি
আজও আছে? না, না, না, সব যে মেকি
প্রেমে-প্রীতি-ভালোবাসা, ভাবছো সে কি
আজও আছে? না, না, না, সব যে মেকি
খোলামেলা হৃদয়ের হয়েছে ফাঁসি
কোথা পাবে বলো আজ, সব যে বাসি

ভালো লোক, ভালো কথা, মিষ্টি হাসি
কোথা পাবে বলো আজ, সব যে বাসি



Credits
Writer(s): Nrinal Bondyapadhay
Lyrics powered by www.musixmatch.com

Link