O Priya O Priya

ও প্রিয়া, ও প্রিয়া
ও প্রিয়া, ও প্রিয়া

এসো একটু আলাপ করি
এসো একটু আলাপ করি
গালচে মোড়া সবুজ ঘাসে
দু'জন থেকে পাশেপাশে
এসো গল্প করি

ও প্রিয়া, ও প্রিয়া
ও প্রিয়া, ও প্রিয়া

রোদ হ্যাঁ তখন গাছের ফাঁকে
বুনছে আলোর সলমা জরি
এসো গল্প করি

ও প্রিয়া, ও প্রিয়া
ও প্রিয়া, ও প্রিয়া

চৈত্র শেষের ঝোড়ো হাওয়ায়
যাক না সময় এ গান গাওয়ায়
চৈত্র শেষের ঝোড়ো হাওয়ায়
যাক না সময় এ গান গাওয়ায়

তোমার চোখে চোখ রেখে
তোমার চোখে চোখ রেখে
আগামীর এক ভাবনা ধরি
এসো গল্প করি

ও প্রিয়া, ও প্রিয়া
ও প্রিয়া, ও প্রিয়া

পড়ন্ত এক বিকেল বেলায়
চলতো না এ গানের খেলায়
পড়ন্ত এক বিকেল বেলায়
চলতো না এ গানের খেলায়

তোমার নাম নাই বা জানি
তোমার নাম নাই বা জানি
ডাকবো শুধুই সহচরী
এসো গল্প করি

ও প্রিয়া, ও প্রিয়া
ও প্রিয়া, ও প্রিয়া

এসো একটু আলাপ করি
এসো একটু আলাপ করি
গালচে মোড়া সবুজ ঘাসে
দু'জন থেকে পাশেপাশে
এসো গল্প করি

ও প্রিয়া, ও প্রিয়া
ও প্রিয়া, ও প্রিয়া
ও প্রিয়া, ও প্রিয়া
ও প্রিয়া, ও প্রিয়া



Credits
Writer(s): Bappi Lahiri, Pulak Bandhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link