Dhulo Jhere Tai

বেঁচে থেকেও মরছিল যারা
হতাশাকে করছিল ইশারা
বিষে মিশে গিয়ে অমৃতধারা দিশেহারা
জীবনের একরোখা গীতি
জিতে নিয়ে স্বপ্নের জ্যামিতি
জুড়ে দিয়ে ঘ্যানঘ্যানে স্মৃতি ঘুরে দাঁড়া

পথেরা বলে গেছে, হেরো না প্রতি match-এ
ছেড়ো না হাল
রাতেরা ধীরে ধীরে আঁধারে যাবে ফিরে
আলেয়া নেবে ঘিরে, হবে সকাল

ধুলো ঝেড়ে তাই
উঠে দাঁড়ানো চাই
ছাপোষা এ লড়াই
ঘুরে দাঁড়ানো চাই

আঁকাবাঁকা এই চরাচরে
সুতো বোনা এই চেনা শহরে
কাঁটাবনও মনমরা জ্বরে ভুগে ভুগে
সব বাধা পার করে আমি
খুঁজে নেবো ঝলমলে আগামী
ঠিক যেন সম্ভব আমি যুগে যুগে

ঢেকেছি বোবা ক্ষত
দিয়েছি মুছে যত মোহমায়া
যা কিছু এ বরাতে লিখেছি নিজে হাতে
মেখেছি একই সাথে আলো-ছায়া

পথেরা বলে গেছে, হেরো না প্রতি match-এ
ছেড়ো না হাল
রাতেরা ধীরে ধীরে আঁধারে যাবে ফিরে
আলেয়া নেবে ঘিরে, হবে সকাল

ধুলো ঝেড়ে তাই
উঠে দাঁড়ানো চাই
ছাপোষা এ লড়াই
ঘুরে দাঁড়ানো চাই



Credits
Writer(s): Savvy Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link