Thak Pashe Priyotoma

বিষণ্ন সব balcony
নীলচে আলোয় নিরুত্তাপ
রহস্যময় রাজধানী
জোনাকীদেরও মন খারাপ
কিছু মায়া হাঁটে পিছুটানে
কাঁপে কত ছায়া অভিমানে

তাই একরত্তি গল্প
আজ হোক সত্যি অল্প
অভিযোগ সব থাক জমা
তাই যাক কেটে দিনটা
আর যাক মুছে চিন্তা
আজ থাক পাশে প্রিয়তমা

বসন্ত আজ ঢাকছে মুখ
উটকো ধোঁয়ার উৎপাতে
স্বপ্ন কিনলে এক চুমুক
রাত কেটে যায় ফুটপাতে
সাদাকালো চোখে কাঁদা-হাসা
একা জেগে থাকে ভালোবাসা

তাই একরত্তি গল্প
আজ হোক সত্যি অল্প
অভিযোগ সব থাক জমা
তাই যাক কেটে দিনটা
আর যাক মুছে চিন্তা
আজ থাক পাশে প্রিয়তমা



Credits
Writer(s): Savvy Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link