Aj Kaal Porshu

বেলা শেষে ক্লান্ত পাখি
ফিরে যায় নীড়ে
হৃদয়ে বিশ্বাস রেখেছি ধরে
তুমিও আসবে ফিরে

আজ, কাল, পরশু নয়
যখনই মনে হয়
এসো আগের ঠিকানায়
রেখো না সংশয়

বেলা শেষে ক্লান্ত পাখি
ফিরে যায় নীড়ে
হৃদয়ে বিশ্বাস রেখেছি ধরে
তুমিও আসবে ফিরে

তোমার দেয়া সব উপহার
স্মৃতি হয়ে আজও কথা বলে
বহ্নিশিখার মতো বুকে
ব্যথার আগুন শুধু জ্বলে

তোমার দেয়া সব উপহার
স্মৃতি হয়ে আজও কথা বলে
বহ্নিশিখার মতো বুকে
ব্যথার আগুন শুধু জ্বলে
জীবনটাই মূল্যহীন
তুমি কাছে নেই বলে

আজ, কাল, পরশু নয়
যখনই মনে হয়
এসো আগের ঠিকানায়
রেখো না সংশয়

বেলা শেষে ক্লান্ত পাখি
ফিরে যায় নীড়ে
হৃদয়ে বিশ্বাস রেখেছি ধরে
তুমিও আসবে ফিরে

তোমার প্রিয় গানগুলো সেই
যখনই আমার মনে পড়ে
মগ্ন হয়ে কল্পনাতে
হারানো দিনে যাই ফিরে

তোমার প্রিয় গানগুলো সেই
যখনই আমার মনে পড়ে
মগ্ন হয়ে কল্পনাতে
হারানো দিনে যাই ফিরে
প্রথম প্রেম কখনও কেউ
পারে নাকি যেতে ভুলে

আজ, কাল, পরশু নয়
যখনই মনে হয়
এসো আগের ঠিকানায়
রেখো না সংশয়

বেলা শেষে ক্লান্ত পাখি
ফিরে যায় নীড়ে
হৃদয়ে বিশ্বাস রেখেছি ধরে
তুমিও আসবে ফিরে

আজ, কাল, পরশু নয়
যখনই মনে হয়
এসো আগের ঠিকানায়
রেখো না সংশয়

বেলা শেষে ক্লান্ত পাখি
ফিরে যায় নীড়ে
হৃদয়ে বিশ্বাস রেখেছি ধরে
তুমিও আসবে ফিরে



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link