Buker Vitay

হো, হো
হো-হো-হো, হো

বুকের ভিটায় ঘর বানিয়ে
ভালোবাসার ছাউনি দিয়ে
আমি যাকে দিয়েছিলাম ঠাই
সে আজ আমার পাশে নাই

বুকের ভিটায় ঘর বানিয়ে
ভালোবাসার ছাউনি দিয়ে
আমি যাকে দিয়েছিলাম ঠাই
সে আজ আমার পাশে নাই

আমার বুকের জমিন খাঁ খাঁ করে
স্মৃতির বরফ গলে পড়ে
তার বিহনে শুধু কেঁদে যাই
আমার বুকের জমিন খাঁ খাঁ করে
স্মৃতির বরফ গলে পড়ে
তার বিহনে শুধু কেঁদে যাই

বুকের ভিটায় ঘর বানিয়ে
ভালোবাসার ছাউনি দিয়ে
আমি যাকে দিয়েছিলাম ঠাই
সে আজ আমার পাশে নাই রে
সে আজ আমার পাশে নাই

দুঃখ আমার পোষা পাখি, পুষে রাখি
মনের খাঁচায় বসে করে ডাকাডাকি নিশিদিন
কেন সে আমাকে এমন করে দিলো ফাঁকি

দুঃখ আমার পোষা পাখি, পুষে রাখি
মনের খাঁচায় বসে করে ডাকাডাকি নিশিদিন
কেন সে আমাকে এমন করে দিলো ফাঁকি

আমার বুকের জমিন খাঁ খাঁ করে
স্মৃতির বরফ গলে পড়ে
তার বিহনে শুধু কেঁদে যাই
আমার বুকের জমিন খাঁ খাঁ করে
স্মৃতির বরফ গলে পড়ে
তার বিহনে শুধু কেঁদে যাই

বুকের ভিটায় ঘর বানিয়ে
ভালোবাসার ছাউনি দিয়ে
আমি যাকে দিয়েছিলাম ঠাই
সে আজ আমার পাশে নাই রে
সে আজ আমার পাশে নাই

স্বপ্ন ভাঙার ব্যথা নিয়ে শুধুই কাঁদি
দোষ না করেও তবু হলাম অপরাধী এই আমি
সে একবার এসে দুঃখ আমার দেখত যদি

স্বপ্ন ভাঙার ব্যথা নিয়ে শুধুই কাঁদি
দোষ না করেও তবু হলাম অপরাধী এই আমি
সে একবার এসে দুঃখ আমার দেখত যদি

আমার বুকের জমিন খাঁ খাঁ করে
স্মৃতির বরফ গলে পড়ে
তার বিহনে শুধু কেঁদে যাই

বুকের ভিটায় ঘর বানিয়ে
ভালোবাসার ছাউনি দিয়ে
আমি যাকে দিয়েছিলাম ঠাই
সে আজ আমার পাশে নাই

আমার বুকের জমিন খাঁ খাঁ করে
স্মৃতির বরফ গলে পড়ে
তার বিহনে শুধু কেঁদে যাই
আমার বুকের জমিন খাঁ খাঁ করে
স্মৃতির বরফ গলে পড়ে
তার বিহনে শুধু কেঁদে যাই

বুকের ভিটায় ঘর বানিয়ে
ভালোবাসার ছাউনি দিয়ে
আমি যাকে দিয়েছিলাম ঠাই
সে আজ আমার পাশে নাই রে
সে আজ আমার পাশে নাই



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link