Pashani - Version 2

কেন তুমি এত পাষাণী, ভাবতেও পারি না আমি
কষ্টে বুক ফেটে যায়, এত বেশি কষ্ট রাখবো কোথায়?

কেন তুমি এত পাষাণী, ভাবতেও পারি না আমি
কষ্টে বুক ফেটে যায়, এত বেশি কষ্ট রাখবো কোথায়?

শুধু একবার বলো তুমি কী দোষ করেছি আমি
কেন এভাবে নিঃস্ব করেছো আমায়?
শুধু একবার বলো তুমি কী দোষ করেছি আমি
কেন এভাবে নিঃস্ব করেছো আমায়?

কেন তুমি এত পাষাণী, ভাবতেও পারি না আমি

আমার অবুঝ হৃদয় ভেঙেছে তোমার হাতে
প্রেমের হয়েছে ইতি দুঃখভরা স্মৃতিতে
ও, আমার অবুঝ হৃদয় ভেঙেছে তোমার হাতে
প্রেমের হয়েছে ইতি দুঃখভরা স্মৃতিতে
এমন কি ভুল ছিল বলো আমার এ ভালোবাসায়

শুধু একবার বলো তুমি কী দোষ করেছি আমি
কেন এভাবে নিঃস্ব করেছো আমায়?
শুধু একবার বলো তুমি কী দোষ করেছি আমি
কেন এভাবে নিঃস্ব করেছো আমায়?

কেন তুমি এত পাষাণী, ভাবতেও পারি না আমি

তোমার নিষ্ঠুরতা কী করে যাবো ভুলে?
পড়বে মনে সারাক্ষণ দু'টি চোখেরই জলে
ও, তোমার নিষ্ঠুরতা কী করে যাবো ভুলে?
পড়বে মনে সারাক্ষণ দু'টি চোখেরই জলে
এত কষ্টের কাহিনী আমার লেখা হবে জীবনপাতায়

শুধু একবার বলো তুমি কী দোষ করেছি আমি
কেন এভাবে নিঃস্ব করেছো আমায়?

কেন তুমি এত পাষাণী, ভাবতেও পারি না আমি
কষ্টে বুক ফেটে যায়, এত বেশি কষ্ট রাখবো কোথায়?

শুধু একবার বলো তুমি কী দোষ করেছি আমি
কেন এভাবে নিঃস্ব করেছো আমায়?
শুধু একবার বলো তুমি কী দোষ করেছি আমি
কেন এভাবে নিঃস্ব করেছো আমায়?

কেন তুমি এত পাষাণী, ভাবতেও পারি না আমি



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link