Vul Manush

ভুল মানুষের কাছে ভুল করে বারবার ফিরে এসেছি
কাঁদতে হবে জেনেও হৃদয় উজাড় করে ভালোবেসেছি

ভুল করেছি, আমি ভুল করেছি
শুধু কেঁদেছি, তবু ভালোবেসেছি
ভুল করেছি, আমি ভুল করেছি
শুধু কেঁদেছি, তবু ভালোবেসেছি

ভুল মানুষের কাছে ভুল করে বারবার ফিরে এসেছি
কাঁদতে হবে জেনেও হৃদয় উজাড় করে ভালোবেসেছি

কতবার ভেবেছি সাজানো মায়া ছেড়ে দূরে যাবো চলে
পারিনি হারাতে, তোমাকেই ডেকেছি দু'চোখের জলে
কতবার ভেবেছি সাজানো মায়া ছেড়ে দূরে যাবো চলে
পারিনি হারাতে, তোমাকেই ডেকেছি দু'চোখের জলে

ভুল করেছি, আমি ভুল করেছি
শুধু কেঁদেছি, তবু ভালোবেসেছি
ভুল করেছি, আমি ভুল করেছি
শুধু কেঁদেছি, তবু ভালোবেসেছি

ভুল মানুষের কাছে ভুল করে বারবার ফিরে এসেছি
কাঁদতে হবে জেনেও হৃদয় উজাড় করে ভালোবেসেছি

কখনো ভাবোনি নীরবে একা আমি বাঁচবো কী নিয়ে
পাওয়ারই আশাতে স্বপ্নই দেখেছি কষ্ট লুকিয়ে
কখনো ভাবোনি নীরবে একা আমি বাঁচবো কী নিয়ে
পাওয়ারই আশাতে স্বপ্নই দেখেছি কষ্ট লুকিয়ে

ভুল করেছি, আমি ভুল করেছি
শুধু কেঁদেছি, তবু ভালোবেসেছি
ভুল করেছি, আমি ভুল করেছি
শুধু কেঁদেছি, তবু ভালোবেসেছি

ভুল মানুষের কাছে ভুল করে বারবার ফিরে এসেছি
কাঁদতে হবে জেনেও হৃদয় উজাড় করে ভালোবেসেছি

ভুল করেছি, আমি ভুল করেছি
শুধু কেঁদেছি, তবু ভালোবেসেছি
ভুল করেছি, আমি ভুল করেছি
শুধু কেঁদেছি, তবু ভালোবেসেছি

ভুল মানুষের কাছে ভুল করে বারবার ফিরে এসেছি
কাঁদতে হবে জেনেও হৃদয় উজাড় করে ভালোবেসেছি



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link