Somporko

হাসি-কান্নার রঙিন সুতোয় সকাল-বিকেল গাঁথা
কত যে বাঁধনে নানা আলো-ছায়া সম্পর্কের গাঁথা
কত সে মানুষ, কত যে ঠিকানা, কত আশ্রয় ছায়া
কত সুর, কত বাণী ও ছন্দ, চেনা-অচেনার মায়া
সব ধরা থাকে, এ গানে ও গানে স্বরলিপি সব লেখা
সুরে সুরে হোক গানের লগনে তোমার-আমার দেখা



Credits
Writer(s): Kalyan Sen Barat, Suvo Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link