Tomar Jonno Poth Chey

তোমার জন্য পথ চেয়ে থাকে আমার কবিতা-গান
তোমাকে ভেবে এ মন গহনে খেলা করে অভিমান
তোমার জন্য পথ চেয়ে থাকে আমার কবিতা-গান
তোমাকে ভেবে এ মন গহনে খেলা করে অভিমান
তুমি আমারই, তুমি আমারই, তুমি দহন বেলার স্নান
তুমি আমারই, তুমি আমারই, তুমি দহন বেলার স্নান

তুমি বসন্তে শিমুল-পলাশে রঙের ঝর্ণাধারা
তুমি বৈশাখে ঝড়ের মেঘেতে বিদ্যুতে দাও সাড়া
তুমি বসন্তে শিমুল-পলাশে রঙের ঝর্ণাধারা
তুমি বৈশাখে ঝড়ের মেঘেতে বিদ্যুতে দাও সাড়া
শ্রাবণে যে তুমি ধারা বিগলিত জুড়াও আমার প্রাণ

তুমি আমারই, তুমি আমারই, তুমি উদাসী হাওয়ার গান
তুমি আমারই, তুমি আমারই, তুমি উদাসী হাওয়ার গান

তুমি এলোমেলো করে দাও যত কাজ অকাজের ছন্দ
মন খারাপের একলা বিকেলে আনো যে কুসুম গন্ধ
তুমি এলোমেলো করে দাও যত কাজ অকাজের ছন্দ
মন খারাপের একলা বিকেলে আনো যে কুসুম গন্ধ
ধুলোমাখা পথে তোমার সঙ্গে দুরন্ত অভিযান

তুমি আমারই, তুমি আমারই, তুমি অশ্রুর অবসান
তুমি আমারই, তুমি আমারই, তুমি অশ্রুর অবসান

তোমার জন্য পথ চেয়ে থাকে আমার কবিতা-গান
তোমাকে ভেবে এ মন গহনে খেলা করে অভিমান
তুমি আমারই, তুমি আমারই, তুমি দহন বেলার স্নান
তুমি আমারই, তুমি আমারই, উদাসী হাওয়ার গান
তুমি আমারই, তুমি আমারই, তুমি অশ্রুর অবসান
তুমি আমারই, তুমি আমারই, উদাসী হাওয়ার গান



Credits
Writer(s): Subho Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link