Intro
হ্যাঁ
হ্যাঁ, কেমন আছেন?
হ্যাঁ, গাড়ি পাঠাবো?
গাড়ি পাঠানোর আগে খালেদ ভাই একটা, ঔ যে mastering-এর তো ঔ
মানে রাজিব ভাই সব tracks পাঠাইছে তো, সব বানায় দিছে (হ্যাঁ)
তো আমি তো এই যে ফুয়াদ ভাইয়ের এখানে আছি
তো Intro-টা করা হচ্ছে, হ্যাঁ
আর ঔ, মানে mastering-এর আর কিছু finalizing করা হচ্ছে
তো এক-দুই দিন আরো লাগতে পারে, বুঝছেন?
খুন করে ফেলবো, ফালতু আলাপ করলে একদম খুন চিনো
জ্বী, খালেদ ভাই?
খুন করে ফেলব, খুন-খুন চিনো খুন, murder
M-murder ছবি, নাকি?
খালেদ ভাই-
বলছি যে, murder করে ফেলবো, murder
না না আপনি কথাটা, মানে-
ফালতু প্যাচাল, এখন মাথা গরম আছে
হ্যাঁ, মানে (কী?)
এক-দুই দিনের মধ্যে মানে সব হয়ে যাবে মানে
ফুয়াদ ভাই (একদিন পরে তো ঈদ)
হ্যাঁ?
একদিন পরে তো ঈদ, ঈদের দিন ছাড়বো? ঈদের দিন সেমাই খাবো না? নাকি মিষ্টি খাইয়া অ্যালবাম ছাড়ুম
না আমাছে বাসায় ছাড়া যাইবো
না, না ঔ যে ফুয়াদ ভাই কী বলতেছিলো
আপনি ধোন-ফোন করেন নাকি? এসব
কে?
ফুয়াদ ভাই বলতেছিলো
ছিটারের ভাই নিজে কীসের নাতি বলতেছিস
কীসের নাতি?
হ্যাঁ আমি জিজ্ঞেস করবো, ফুয়াদ ভাই খুব শয়তান, বুঝছেন?
আপনি একটু চিল্লায় দেন তো, ফুয়াদ ভাই speaker-এ আছে
হ্যা?
আপনে একটু, আপনে একটু ঝাড়ি দেন
Ladies and gentlemen
Hip-hop is back in the building
And that's means Stoic Bliss is back in the building
It's about to go down
Stoic Bliss get it pop-ay-pop-ay
C'mon, Ac1D get it pop-ay
Double R get it pop-ay-pop-ay
C'mon, ফুয়াদ get it pop-ay
ইমন get it pop-ay-pop-ay
C'mon, Papa Dawg keep it pop-ay
Mana keep it pop-ay-pop-ay
C'mon, Koel get it pop-ay
নীল জোছনা তোমার চোখেরই আলো
নীল জোছনা তোমার চোখেরই আলো
নীল জোছনা তোমার চোখেরই আলো
নীল জোছনা তোমার চোখেরই আলো
I like to say what love for us
প্রথম অ্যালবাম, কে না জ্বলো?
Now we play you to the circle chord
'Cause it's coconut, বাইরে নরম
যদি অ্যালবাম ভুয়া লাগে
G-series-এর refund চাই
Next লাইনটা লেখার জন্য
আমাদের আর সময় নাই
Here we go, here we go, here we go, here we go
নীল জোছনা তোমার চোখেরই আলো
নীল জোছনা তোমার চোখেরই আলো
নীল জোছনা তোমার চোখেরই আলো
নীল জোছনা তোমার চোখেরই আলো
Yo, ayo listen, I see you, my niggas
Yo, what's up, ফুয়াদ ভাই, hello
ঔ মিয়া থামেন, ফাইজলামি পাইছেন নাকি
টা বানায় দিছেন আরকি, বাকি সব কি ঘ্যার?
বাড়ি যান, এটা তো আপনার production না
ওহ, sorry, sorry
This is a Double R production, not mine, bye bye
হইছে, বাড়ি যান
আমার ৫ টাকা দেন, রিক্সা ভাড়া লাগবে
Credits
Writer(s): Sean Combs, Christopher Wallace, Dj Rogers Jr., Harry Wayne Casey, Mario Winans, Jason Boyd, Michael Keith, Quinnes Parker, Daron Tavaris Jones, Lamont Maxwell, Marvin Scandrick, Courtney Sills, Arnold W Hennings, Steven A Jordan, Aljamaal Jones, Zane R Copeland
Lyrics powered by www.musixmatch.com
Link
© 2025 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.