Janalata Rakhbe Khuley

জানালাটা রাখবে খুলে
করো নাকো বন্ধ
নইলে জেনো চোখ থাকলেও
হতে হবে অন্ধ
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
দেখেতে পাবে নীল আকাশ
তার বুকুতে মেঘের আসর
উড়বে তোমার মনের আশ
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
দেখেতে পাবে নানা গাছ
তার ডালেতে দোয়েল কোয়েল
কাঠবেড়ালের দুষ্ট নাচ
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
দেখতে পাবে দীঘির জল
তার বুকেতে পদ্মসাগর
ভীড় করেছে বকের দল
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
দেখেতে পাবে রাস্তাঘাট
কত রকম চলছে গাড়ি
মুখর সকল দোকানপাট
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
দেখেতে পাবে কারখানা
সারাটা দিন মজুর খাটে
হবে তা ঠিক জানা
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
দেখবে মাঠে ধানের শীষ
কিষাণ ভাইদের চিনে নিও
খাটে তারা অহর্নিশ
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
দেখেবে কত হৃদয়হীন
শোষণ-পীড়ন করে যারা
ভোগ-বিলাসে কাটায় দিন
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
দেখেবে তোমার চারপাশে আছে
কতই ভালো মানুষজন
লড়াই করে যারা বাঁচে
জানালাটা রাখবে খুলে

জানালাটা রাখবে খুলে
জানালাটা রাখবে খুলে



Credits
Writer(s): Purabi Mukherjee, Manjushri Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link