Driro Satyer Dite Habei

দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম
হে স্বদেশ, ফের সেই কথা জানালাম
দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম
হে স্বদেশ, ফের সেই কথা জানালাম
দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম

জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে
ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে
কখনো কেউ কি ভূমিকম্পের আগে
হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে?
জানে না তো কেউ

যারা আজ এত মিথ্যার দায়ভাগী
আজকে তাদের ঘৃণার কামান দাগি
ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি
ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি
আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি

অনেক বিরূপ কানে দেয় হাত চাপা
তাতেই কি হয় আসল নকল মাপা?
বিদ্রোহী মন, আজকে করো না মানা
দেব প্রেম, আর পাব কলসীর কাণা

দেব প্রাণ, দেব মুক্তির কোলাহলে
জীন ডার্ক, যীশু, সোক্রোটিসের দলে
কুয়াশা কাটছে, কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল
কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল
ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল

ততদিন প্রাণ দেব শত্রুর হাতে
মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে
ইতিহাস, নেই অমরত্বের লোভ
আজ রেখে যাই আজকের বিক্ষোভ
ইতিহাস, নেই অমরত্বের লোভ
আজ রেখে যাই আজকের বিক্ষোভ
আজকের বিক্ষোভ, আজকের বিক্ষোভ



Credits
Writer(s): Sukanta Bhattacharya, Purabi Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link