Ami Ek Batil Kaktarua

আমি এক বাতিল কাকতাড়ুয়া
আমি এক বাতিল কাকতাড়ুয়া
মেটেহাঁড়ি চুলকালিতে, তালি মারা ফতুয়াতে
মেটেহাঁড়ি চুলকালিতে, তালি মারা ফতুয়াতে
ধানক্ষেত পাহারা দিই
ধানক্ষেত পাহারা দিই একপায়ে ভর দিয়া

আমি এক বাতিল কাকতাড়ুয়া
আমি এক বাতিল কাকতাড়ুয়া

এ জমির ধান কাটা শেষ
এ জমির ধান কাটা শেষ, তুললো ঘরে কে?
এ জমির ধান কাটা শেষ, তুললো ঘরে কে?
শুধিও না, দোহাই, বাবু, দোহাই তোমাকে

শুধু চৌধুরীদের পাইকগুলো সড়কি দিয়ে খুঁড়লো ধূলো
চৌধুরীদের পাইকগুলো সড়কি দিয়ে খুঁড়লো ধূলো
লুটলো ধান আর বাগদিবধূর নরম শরম হিয়া

আমি এক বাতিল কাকতাড়ুয়া
আমি এক বাতিল কাকতাড়ুয়া

আমি তো নইকো মানুষ, নেইকো আমার মন
নেইকো বুকে অনুভূতি, জড়ের জীবন, জড়ের জীবন
আমি তো নইকো মানুষ, নেইকো আমার মন
নেইকো বুকে অনুভূতি, জড়ের জীবন, জড়ের জীবন

মানুষ হলে থাকতো দু'চোখ
মানুষ হলে থাকতো দু'চোখ, মুখ, নাক, কান, পা
মানুষ হলে থাকতো দু'চোখ, মুখ, নাক, কান, পা
পদাঘাতের প্রতিশোধে কাঁপতো আমার গা

দিনদুপুরে দালানকোঠা হুড়মুড়িয়ে পড়তো গোটা
দিনদুপুরে দালানকোঠা হুড়মুড়িয়ে পড়তো গোটা
লাগাতাম পেলয়নাচন
লাগাতাম পেলয়নাচন তাথিয়া তাথিয়া

আমি এক বাতিল কাকতাড়ুয়া
আমি এক বাতিল কাকতাড়ুয়া
মেটেহাঁড়ি চুলকালিতে, তালি মারা ফতুয়াতে
মেটেহাঁড়ি চুলকালিতে, তালি মারা ফতুয়াতে
ধানক্ষেত পাহারা দিই
ধানক্ষেত পাহারা দিই একপায়ে ভর দিয়া

আমি এক বাতিল কাকতাড়ুয়া
আমি এক বাতিল কাকতাড়ুয়া
আমি এক বাতিল কাকতাড়ুয়া



Credits
Writer(s): Subho Joardar
Lyrics powered by www.musixmatch.com

Link