Shyamolo Sosyo Bhora

শ্যামল-শস্য ভরা
চির শান্তিবিরাজিত, পুন্যময়ী
শ্যামল-শস্য ভরা
ফল-ফুল পূরিত, নিত্য সুশোভিত
ফল-ফুল পূরিত, নিত্য সুশোভিত
যমুনা সরস্বতী গঙ্গা বিরাজিত
শ্যামল-শস্য ভরা
শান্তিবিরাজিত, পুন্যময়ী
শ্যামল-শস্য ভরা

ধূর্জটি বাঞ্ছিত হিমাদ্রি মন্ডিত
সিন্ধু-গোদাবরী মাল্য বিলম্বিত
ধূর্জটি বাঞ্ছিত হিমাদ্রি মন্ডিত
সিন্ধু-গোদাবরী মাল্য বিলম্বিত
অলিকুল গুঞ্জিত সরসিজ-রঞ্জিত
অলিকুল গুঞ্জিত সরসিজ-রঞ্জিত

শ্যামল-শস্য ভরা
চির শান্তিবিরাজিত, পুন্যময়ী
শ্যামল-শস্য ভরা

রাম-যুধিষ্ঠির ভুপ অলঙ্কৃত
অর্জুন ভীষ্ম শরাসন টঙ্কৃত
রাম-যুধিষ্ঠির ভুপ অলঙ্কৃত
অর্জুন ভীষ্ম শরাসন টঙ্কৃত
বীর প্রতাপে চরাচর শঙ্কিত
বীর প্রতাপে চরাচর শঙ্কিত
শ্যামল-শস্য ভরা

সামগানরত আর্য্য তপোধন
শান্তি সুখান্বিত কোটি তপোবন
সামগানরত আর্য্য তপোধন
শান্তি সুখান্বিত কোটি তপোবন
রোগ-শোক দুখ পাপবিমোচন
রোগ-শোক দুখ পাপবিমোচন

শ্যামল-শস্য ভরা
চির শান্তিবিরাজিত, পুন্যময়ী
শ্যামল-শস্য ভরা
চির শ্যামল-শস্য ভরা



Credits
Writer(s): Mukunda Das
Lyrics powered by www.musixmatch.com

Link