Hansite Khelite Asini

হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা
হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা
দেখাতে হবে আজি জগতবাসী সবে
দেখাতে হবে আজি জগতবাসী সবে
এখনো ভারতের যায়নি রে চেতনা

হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা
হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা

গভীর ওঁঙ্কারে হু্ঙ্কারি দে রে ডাক
শিহরি উঠুক বিশ্ব, মেদিনীটা ফেটে যাক
গভীর ওঁঙ্কারে হু্ঙ্কারি দে রে ডাক
শিহরি উঠুক বিশ্ব, মেদিনীটা ফেটে যাক
আমাদের জন্মভূমি দেবতার লীলাভুমি
আমাদের জন্মভূমি দেবতার লীলাভুমি
দেবগণ আসুক নেমে, পূর্ণ হোক বাসনা

হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা
দেখাতে হবে আজি জগতবাসী সবে
এখনো ভারতের যায়নি রে চেতনা
হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা

সার্থক হবে তবে এ জনম সবাকার
ছেলের গৌরবে হবে গরবিনী মা আমার
সার্থক হবে তবে এ জনম সবাকার
ছেলের গৌরবে হবে গরবিনী মা আমার
জগৎ লুটিবে পায়, ঘুচে যাবে যত দায়
জগৎ লুটিবে পায়, ঘুচে যাবে যত দায়
মিটে যাবে মুকুন্দের চিরদিনের কামনা

হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা
দেখাতে হবে আজি জগতবাসী সবে
এখনো ভারতের যায়নি রে চেতনা
হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা
হাসিতে খেলিতে আসিনি এ জগতে
করিতে হবে মোদের মায়েরই সাধনা



Credits
Writer(s): Rajanikanta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link