Kokhono Jante chash ni

কখনো জানতে চাসনি তোকে কত খুঁজেছি যে কীভাবে
কখনো ডুবুরির বেশে, রাঙামাটি পথ শেষে– কত কীভাবে
কখনো বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুমকাতুরে

কখনো জানতে চাসনি তোকে কত খুঁজেছি যে কীভাবে
কখনো ডুবুরির বেশে, রাঙামাটি পথ শেষে– কত কীভাবে
কখনো বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুমকাতুরে

তুই বললে কথা শীতের রোদহীন দুপুর
রোদ জোছনায় মেখে রূপো হয়ে যেত হয়ে যেত
তুই বললে কথা অমাবস্যা রাতও
আকাশের কালো চিরে আলো জ্বেলে দিত জ্বেলে দিত

তুই বললে কথা শীতের রোদহীন দুপুর
রোদ জোছনায় মেখে রূপো হয়ে যেত হয়ে যেত
তুই বললে কথা অমাবস্যা রাতও
আকাশের কালো চিরে আলো জ্বেলে দিত জ্বেলে দিত
তুই বললে তুই বললে তুই বললে
তুই বললে তুই বললে তুই বললে

আজ হতে অনেক শীত-বসন্ত আগে
আমার সব মন খারাপের রাতে

আজ হতে অনেক শীত-বসন্ত আগে
আমার সব মন খারাপের রাতে
রাত জোনাকির মিষ্টি গানে
ঘুম পাড়াতিস আমায় এনে
ঘুম ভাঙাতিস আমার কানে
প্রজাপতির কলতানে
হাত বাড়াতিস আজ হতে অনেক আগে

কখনো দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কীভাবে
যেভাবে গাছের ফাঁকের কোনো চাঁদের আলোয় পথ দেখাবে
কখনো শুনতে চাসনি তোকে বলতে চেয়েছি যেভাবে
বলেছি তোর কানে, কিন্তু গোপনে, ভোরের আজানে

তুই বললে কথা সেদিন চৈত্রমাসও
অকালে বসন্তের ফুলে ভরে যেত ভরে যেত
তুই বললে কথা শিউলি ফুলের কুড়ি
ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেত ফুটে যেত

তুই বললে কথা শীতের রোদহীন দুপুর
রোদ জোছনায় মেখে রূপো হয়ে যেত হয়ে যেত
তুই বললে কথা অমাবস্যা রাতও
আকাশের কালো চিরে আলো জ্বেলে দিত জ্বেলে দিত
তুই বললে তুই বললে তুই বললে
তুই বললে তুই বললে তুই বললে

তুই বললে (তুই বললে)
তুই বললে তুই বললে তুই বললে তুই বললে তুই বললে (তুই বললে)
তুই বললে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link