Tal Tomal

তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে
তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে

বন্ধু আমার বুনো হাওয়া
সুখ হইলো না প্রাণেতে
তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে

শহর নগর বন্দরে
ঘুরি আমি ঘুরি রে
ভাব লাগে না মনেতে
অভাবে দিন গেলো রে

শহর নগর বন্দরে
ঘুরি আমি ঘুরি রে
ভাব লাগে না মনেতে
অভাবে দিন গেলো রে

সকাল দুপুর সন্ধ্যা গেলো
সূর্য ঢেকে আধারে
নদী পাহাড় সাগরে
খুঁজি আমি কাহারে?

নদী পাহাড় সাগরে
খুঁজি আমি কাহারে?

বন্ধু আমার বুনো হাওয়া
সুখ হইলো না প্রাণেতে
তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে

এখন কোন গল্প নাই
গল্পে কোন কথা নাই
দিনও মানে সূর্য নাই
রাতে কোন চন্দ্র নাই

এখন কোন গল্প নাই
গল্পে কোন কথা নাই
দিনও মানে সূর্য নাই
রাতে কোন চন্দ্র নাই

না হইলো না কথা বলা
কি পড়িবো গলেতে?
গল্প করি কাহারে
কবে পাবো তাহারে?

গল্প করি কাহারে
কবে পাবো তাহারে?

বন্ধু আমার বুনো হাওয়া
সুখ হইলো না প্রাণেতে
তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে

বন্ধু আমার বুনো হাওয়া
সুখ হলোনা প্রাণেতে

তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে
তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে

তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে
তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে



Credits
Writer(s): F Rajib
Lyrics powered by www.musixmatch.com

Link