Radio Jockey

জেগে সারা রাত কখন হয়েছে প্রভাত
আমি বুঝিনি বলেই আর খুলিনি রেডিও
প্রাতঃস্মরণীয় আমার শুভেচ্ছা নিও
তোমার সাবলীলতায় ব্রেকফাস্ট শো জমিও

জানি যন্ত্রের ঘেরাটোপে এখন যন্ত্র তোমার মন
কোনও মন্ত্রবলে যন্ত্রণাহীন ফুরফুরে জীবন

আর তাই আহ্লাদী উৎসাহে ধরছ আমজনতার ফোন
তোমার ফালতু বুকনি ছাঁকছে সবার মন কেমন কেমন

হায়রে ভার্চুয়াল সখি
সাধের রেডিও জকি
ঠকিও না
নিজেকে নিশি উদযাপনে
হাই সোসাইটির সম্মোহনে
বিকিও না
ভি.ভি.আই.পি. পাপীর খুচরো প্রেমে আসল সোনা গচ্চা
দিও না

ক্রসরোডে ঘনায় সন্ধে
টু বি অর নট টু বি-র দ্বন্দ্বে
চেনা ফ্রিকোয়েন্সির ধন্ধে

জানি তোমার সঙ্গে মৈত্রীচুক্তি হয়েছে বাতিল
ব্যস্ত স্টুডিওতে এখন তুমি বন্ধ মোবাইল
কে ফের সন্দেহের ঢিলটা ছুড়ে দিচ্ছে ভেঙে দিল
আমার প্রেমের তাজমহলে ঢোকে প্রেমিকার কাতিল

তুমি গ্যাছো ফেলে হেলায় তোমার প্রিয় বিনোদন
প্রেম ব্যবসায়ী মগজে বেকার অরণ্যে রোদন
তোমার অঙ্কের শীতলতাকে দোষী বলা যাবে কি?
থেকো রেডিওতেই অ্যাকটিভ, পারফেক্ট
রেডিও জকি



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link