Boi Chor

শুধু এই বইটাই
পারে নিজেকে লুকোতে
এক পলকেই ব্যস
হয়ে যাবে এতটুক
তুই ছুঁবি বলে তাই
কাঁপে বইটার বুক
তবু বোকা বইচোর
হাত দিলি অন্যতে

শুধু এই বইটাই
পারে নিজেকে লুকোতে
এক পলকেই ব্যস
হয়ে যাবে এতটুক
তুই ছুঁবি বলে তাই
কাঁপে বইটার বুক
তবু বোকা বইচোর
হাত দিলি অন্যতে

যাব বইমেলাতেই
পকেটে পয়সা নেই
কাঁধে ঝোলাটা আছে
আর স্বপ্ন আছে
বাড়ে কাগজের দাম
ঝরে পাঠকের ঘাম
কেনা সাধ্যতে নেই
তবু চোখ বোলাতেই—

আর নতুন বাঁধাই
-এর গন্ধটা চাই
তবু মনে খচ্ খচ্
কিছু আশার খরচ
ধুলো ধোঁয়ার দূষণ
তারই মাঝে গুঞ্জন
ওঠে মৃদু ধিক্কার
হাতেনাতে গ্রেপ্তার

বইচোর

খোঁজে হুজুগে মানুষ
কোথায় কফি হাউস
চার কলেজী তরুণ
বলে একটু শুনুন
কেউ বা দয়া দেখায়
কেউ বা পাশ কাটায়
কেউ ছোট পত্রিকা
দেখে আঁৎকে পালায়

ঘোরে নকল পাঠক
আর আসল আটক
ভাবে মুক্তি কীসে
বসে গিল্ড আপিসে—
ওহে ও কলেজিকা
হয়ে বহ্নিশিখা
ভণ্ডামিতে আগুন দিয়ে,
দাও স্পেসিমেন ওকে—

বইচোর

শুধু এই বইটাই
পারে নিজেকে লুকোতে
এক পলকেই ব্যস



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link