Jege Jege

জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর, মন তবু অক্ষত

আজ রাতে চলে যেও না
যেও না, যেও না আজ রাতে

ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে
চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে
জলে নয়, চোখ অপেক্ষা লেগে ভিজে

আজ রাতে চলে যেও না
যেও না, যেও না আজ রাতে

দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো
ছুঁয়ে দেখো তুমি, এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা

আজ রাতে চলে যেও না
যেও না, যেও না আজ রাতে

এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নিই কত অঘটন ঘটে
মরে যেতে পারি সহজে এত চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া

আজ রাতে চলে যেও না
যেও না, যেও না আজ রাতে

জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর, মন তবু অক্ষত

আজ রাতে চলে যেও না
যেও না, যেও না আজ রাতে



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link