Bhanga Dana - Title Track

ভাঙা ডানা, তবু আকাশের দিকে চোখ
প্রতিটি শব্দ অঙ্গীকারের হোক
ভাঙাচোরা নদী সমুদ্রে ধাবমান
আমি কথা হবো, সুর জুড়ে জুড়ে গান

যত রাতই হোক, আগুন একাই জ্বলে
যত রাতই হোক, আগুন একাই জ্বলে
উড়ান, আমার উড়ান
দেখি আমায় কোথায় নিয়ে চলে

খড়কুটো তবু আগলে রেখেছি ঘর
লেখায় লেখায় শান দেওয়া অক্ষর
সময়ের কাছে হার মানবো না তাই
আঙুল বুলিয়ে আকাশকে ছুঁতে চাই

লোকে তো বলবে, লোকে কত কিছু বলে
ও, লোকে তো বলবে, লোকে কত কিছু বলে
উড়ান, আমার উড়ান
দেখি আমায় কোথায় নিয়ে চলে

খোলা চুলে আজ ফুটে আছে যত তারা
তারাই বিরোধী মশালের আস্কারা
আছি বৃষ্টিতে, আছি বসন্ত শীতে
অথবা জ্বলছি এক কোণা ফুলকিতে

আমি সেই জেদ হেরে যাওয়া অঞ্চলে
আমি সেই জেদ হেরে যাওয়া অঞ্চলে
উড়ান, আমার উড়ান
দেখি আমায় কোথায় নিয়ে চলে
নিয়ে চলে

এই উড়ে চলা ঘরে ফিরবার নয়
এত ঝড় শুধু কন্যা রাশিতে সয়
অতলে নেমেছি, দু'পায়ে ছুঁয়েছি চূড়া
ঘরে ঘরে আছে আমাদের বন্ধুরা

নেই জন্মের শহরে মফস্বলে
নেই জন্মের শহরে মফস্বলে
উড়ান, আমার উড়ান
দেখি আমায় কোথায় নিয়ে চলে

দেখি আমায় কোথায় নিয়ে চলে
দেখি আমায় কোথায় নিয়ে চলে



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link