Shurjer Ondhokar

আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সূর্য অন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সময় বন্ধ

আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানটা চোরাবালি
তোমার শরীর গিলে নেবে, তোমাকে গিলে নেবে

আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সূর্য অন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সময় বন্ধ

শোনো...

শোনো...

কোনো এক অদৃশ্য কারণে
পৃথিবী থেকে হারিয়ে গেছে সব রেলপথ, জলপথ, আকাশপথ
রেলপথ, জলপথ, স্থলপথ
বলো, কোন পথে তুমি যাবে

আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সূর্য অন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সময় বন্ধ

শোনো...

শোনো...

আমি এক গোয়েন্দা satellite
যেখানে যাও, আমার radar তোমাকে খুঁজে নেবে
যেখানে যাও, আমার radar তোমাকে খুঁজে নেবে

শোনো...
কোনো এক অদৃশ্য কারণে
পৃথিবী থেকে হারিয়ে গেছে সব রেলপথ, জলপথ, আকাশপথ
রেলপথ, জলপথ, স্থলপথ
বলো, কোন পথে তুমি যাবে

আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সূর্য অন্ধ
আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, সেখানে সময় বন্ধ

শোনো...

শোনো...
তোমার সামনে খোলা আছে একটি মাত্র পথ
সে পথটা হলাম আমি
সে পথটা হলাম আমি
সে পথ দিয়ে তুমি ফিরতে পারো আমার ঘরে

সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে
সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে
সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে
সেখানে সারাদিন, সারারাত সূর্য জ্বলে থাকে



Credits
Writer(s): Probar Ripon
Lyrics powered by www.musixmatch.com

Link