Kromosho

আকাশে চোখের পলকের চেয়েও
দ্রুতগতির নভোযানে
আমি তোমার কাছে
যেতে যেতে টের পাচ্ছি
আমি আসলে তোমার থেকে
অনেক দূরে সরে যাচ্ছি ক্রমশ
সরে যাচ্ছি ক্রমশ

একটা ইস্পাতের মুখোশের নিচে
হারিয়ে যাচ্ছে তোমার মাংসল মুখ
ইট বালির সুড়কির পোশাকের নিচে
শুকিয়ে যাচ্ছে তোমার সবুজ দেহ
ক্রমশ

আমি ভাবছি আর দেখছি
আর টের পাচ্ছি
তুমিও আমার মত ভাবছো
আর দেখছো আর টের পাচ্ছো
আমি আসলে তোমার থেকে
দূরে যাচ্ছি ক্রমশ

আমি আসলে তোমার থেকে
সরে যাচ্ছি ক্রমশ
আমি আসলে তোমার থেকে
দূরে যাচ্ছি ক্রমশ

একটা ইস্পাতের মুখোশের নিচে
হারিয়ে যাচ্ছে তোমার মাংসল মুখ
ইট বালি সুড়কির পোশাকের নিচে
শুকিয়ে যাচ্ছে তোমার সবুজ দেহ

ক্রমশ
ক্রমশ
ক্রমশ
ক্রমশ



Credits
Writer(s): Probar Ripon
Lyrics powered by www.musixmatch.com

Link