Akash Kade Batash Kade

আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে
আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে

আকাশ-বাতাস কাঁদে, তাই অন্বেষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে
আকাশ কাঁদে, বাতাস কাঁদে

দিন আসে, ও রাত আসে
আশাটাও ফিরে যায় নিরাশায় সবশেষে
দিন আসে, ও রাত আসে
আশাটাও ফিরে যায় নিরাশায় সবশেষে

আকাশ-বাতাস কাঁদে, তাই অন্বেষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে
আকাশ কাঁদে...

ঘুড়ি উড়ে, সুর ছিড়ে
সবকিছু উড়ে যায় বেহুলার পথ ধরে
ঘুড়ি উড়ে, সুর ছিড়ে
সবকিছু উড়ে যায় বেহুলার পথ ধরে

আকাশ-বাতাস কাঁদে, তাই অন্বেষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে
আকাশ কাঁদে, বাতাস কাঁদে

দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে
আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে

আকাশ-বাতাস কাঁদে, তাই অন্বেষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে
আকাশ কাঁদে (আকাশ কাঁদে), বাতাস কাঁদে



Credits
Writer(s): Ayub Bachchu, Niaz Ahmed Angshu
Lyrics powered by www.musixmatch.com

Link