Dukkho Koro Olongkar

জীবনের আলপনা মুছে যায়
জীবনে তাই রঙ বদলায়
বেদনার তরী দূরে ভেসে যায়
তাই সুখ, সুখ, সুখ কভু স্বপ্ন নয়

দুঃখগুলো করো অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাশায় মাখা আঁধারকে
নিয়ে আসো আলোতে

দুঃখগুলো করো অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাশায় মাখা আঁধারকে
নিয়ে আসো আলোতে

ভালোবাসার নিঝুম প্রহরে
ছোঁয়ার আশায় অনাহারে
ক্লান্ত পথিক চেয়ে থাকে
সে কভু ভালোবাসা পাবে
তাই সে চেয়ে থাকে

দুঃখগুলো করো অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাশায় মাখা আঁধারকে
নিয়ে আসো আলোতে

দুঃখগুলো করো অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাশায় মাখা আঁধারকে
নিয়ে আসো আলোতে

মাঝি চলে যায় দূরে
নদী পড়ে রয় পিছে
মাঝি যেমন ফিরে আসে
সুখ-দুঃখ যায় আসে

ভয়ে তুমি শেষ হয়ে যেও না
নিরাশার ঘুমে হারিয়ো না
জেগে থাকো, দেখবে আশার আলো
চেয়ে থাকো, কেটে যাবে কালো

দুঃখগুলো করো অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাশায় মাখা আঁধারকে
নিয়ে আসো আলোতে

দুঃখগুলো করো অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাশায় মাখা আঁধারকে
নিয়ে আসো আলোতে

দুঃখগুলো করো অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাশাগুলো মাখা আঁধারকে
নিয়ে আসো আলোতে

দুঃখগুলো করো অলংকার
দেখবে দুঃখ নেই আর
হতাশায় মাখা আঁধারকে
নিয়ে আসো আলোতে



Credits
Writer(s): Ayub Bachchu, Suhan Khan
Lyrics powered by www.musixmatch.com

Link