Mor Jivaner Duti Rati

মোর জীবনের দু'টি রাতি
জীবনের দু'টি রাতি
মোর জীবনের দু'টি রাতি
জীবনের দু'টি রাতি
তারই স্মৃতি লয়ে মনের গহনে
জ্বলে আজও দু'টি বাতি
জীবনের দু'টি রাতি
মোর জীবনের দু'টি রাতি
জীবনের দু'টি রাতি

একটি নিশীথে শুধু কাছে পাওয়া
একটিতে হায় দূরে চলে যাওয়া
একটি নিশীথে শুধু কাছে পাওয়া
একটিতে হায় দুরে চলে যাওয়া
মনে পড়ে, মনে পড়ে আজও কবে মালা দিলো
ভুলে গেল কবে সাথী
জীবনের দু'টি রাতি

মোর জীবনের দু'টি রাতি
জীবনের দু'টি রাতি

একটি রজনী আনিলো জীবনে
শত ফাগুনের দান, মিলনের যত গান
একটি রজনী আনিলো জীবনে
শত ফাগুনের দান, মিলনের যত গান
একটি রজনী আঁখিকোণে মোর
দিয়ে গেল হায় শুধু আঁখিলোর
মিলন বিরহ, তাই মিলন বিরহ
দু'টি ফুলে আজি
স্মৃতির মালিকা গাঁথি
জীবনের দু'টি রাতি

মোর জীবনের দু'টি রাতি
জীবনের দু'টি রাতি
মোর জীবনের দু'টি রাতি
জীবনের দু'টি রাতি



Credits
Writer(s): Kamal Dasgupta, Pranab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link