Katha Noy Aaji Rate

কথা নয়, কথা নয়
কথা নয় আজি রাতে
আমারে গাহিতে দাও
এ মধুর জোছনাতে
এ মধুর জোছনাতে
আমারে গাহিতে দাও
এ মধুর জোছনাতে

মোর সকল মাধুরী দিয়া
আমি রচেছি
আমি রচেছি এ গান, প্রিয়া
আমি রচেছি এ গান, প্রিয়া
মোর সকল মাধুরী দিয়া
আমি রচেছি এ গান, প্রিয়া
তুমি শুধু
তুমি শুধু এ অলস প্রহরে শোনো বসে
শোনো বসে নিরালাতে

আমারে গাহিতে দাও
এ মধুর জোছনাতে

আজ আমার গানের পাখি
রাতের আকাশে খুঁজিয়া বেড়ায়
তব নাম ধরে ডাকি
আমার গানের পাখি
আমার গানের পাখি
রাতের আকাশে খুঁজিয়া বেড়ায়
তব নাম ধরে ডাকি
আমার গানের পাখি

এ গানমালার প্রায় জড়ায় তব হিয়ায়
এ গানমালার প্রায়
এ গানমালার প্রায় জড়ায় তব হিয়ায়
এ গানমালার প্রায়
কিছু আশা আর কিছু ভালোবাসা
কিছু আশা আর কিছু ভালোবাসা
রহিলো গো একই সাথে

আমারে গাহিতে দাও
এ মধুর জোছনাতে
এ মধুর জোছনাতে
কথা নয় আজি রাতে



Credits
Writer(s): Pranab Roy, Robin Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link