Aami Purab Desher Puranari

আমি পূরব দেশের পুরনারী
আমি পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী
গাগরি ভরিয়া এনেছি গো
গাগরি ভরিয়া এনেছি গো অমৃত বারি
পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী

পদ্মকুলের আমি পদ্মিনী-বধূ
পদ্মকুলের আমি পদ্মিনী-বধূ
এনেছি শাপলা-পদ্মের মধু
এনেছি শাপলা-পদ্মের মধু
ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায়
ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায়
শান্তি আনিয়াছি ভরি হেমঝারি
শান্তি আনিয়াছি ভরি হেমঝারি

পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী

শঙ্খ-নগর হতে আনিয়াছি শাখা অভয়শঙ্খ
ঝিল ছেনে এনেছি সুনীল কাজল গো
বিল ছেনে অনাবিল চন্দন-পঙ্ক
এনেছি বিল ছেনে অনাবিল চন্দন-পঙ্ক

এনেছি শত ব্রত-পার্বণ উৎসব
এনেছি শত ব্রত-পার্বণ উৎসব
এনেছি সারস হংসের কলরব
এনেছি সারস হংসের কলরব
এনেছি নব আশা ঊষার সিঁদুর
এনেছি নব আশা ঊষার সিঁদুর
মেঘ-ডম্বরু সাথে মেঘ-ডুমুর শাড়ি

আমি পূরব দেশের পুরনারী
আমি পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী
গাগরি ভরিয়া এনেছি গো
গাগরি ভরিয়া এনেছি গো, অমৃত বারি
পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী গো



Credits
Writer(s): Kamal Dasgupta, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link