Jare Haath Diye Mala

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তা'রে

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তা'রে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তা'রে
ভুলে যাও মোরে ভুলে যাও
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তা'রে

আমি গান গাহি আপনার দুখে
তুমি কেন আসি' দাঁড়াও সুমুখে
আমি গান গাহি আপনার দুখে
তুমি কেন আসি' দাঁড়াও সুমুখে

আলেয়ার মতো ডাকিও না আর
নিশীথ-অন্ধকারে

ভুলে যাও মোরে ভুলে যাও
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তা'রে

দয়া করো, দয়া করো
আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা
দয়া করো, দয়া করো
আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও
ফিরিবে না সেই শুভ লগনের বেলা
প্রিয়, শুভ লগনের বেলা

আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতি
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতি

আমি কি ভুলেও কোন দিন এসে'
দাঁড়ায়েছি তব দ্বারে

ভুলে যাও মোরে ভুলে যাও
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তা'রে



Credits
Writer(s): Kazi Nazrul Islam, Arun Kalyan Sen
Lyrics powered by www.musixmatch.com

Link