Matir Shathey Dosti

মন রে, বলি তোমায়
মানুষ বলেই নষ্ট হতে লাগে না-রে সময়
মানুষ বলেই নষ্ট হতে লাগে না-রে সময়
নেই আমার কথায় ভুল
যদি মাটির সাথে হয় ব্যবধান কখনও এক চুল

বলি সেটাই হলো শুরু
বুঝবে তখন এবার তোমার পতন হবে গুরু
বুঝবে তখন এবার তোমার পতন হবে গুরু

মন রে, বলি তোমায়
মন রে, বলি তোমায়

রেখো মাটির 'পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
জেনো আকাশের কোনো ঠিক নেই
মাটি মরণেও দেয় স্বস্তি

রেখো মাটির 'পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
জেনো আকাশের কোনো ঠিক নেই
মাটি মরণেও দেয় স্বস্তি

মন রে, বলি তোমায়
মন রে, বলি তোমায়

হয়তো তুমি শুনবে, তুমি নিজেই নিজের তুলনা
তুমি মিষ্টি করে হাসবে, তবু কারোর কথায় ভুলো না
তারা গর্বভরে বলবে, "তুমি মেঘেরও শীর্ষে উঠবে"
আর ধরণীর বুক ঝলমল করে সূর্যের মত ফুটবে

হয়তো তারা বলবে, "তুমি আকাশ যাবে ছাড়িয়ে"
তুমি বিশ্বাস কিছু করো না
থেকো মাটির 'পরে দাঁড়িয়ে

এই ধরণীর বুকে চুরমার হলো কত না পাহাড় স্তম্ভ
এই ধরণীর বুকে চুরমার হলো কত না পাহাড় স্তম্ভ
রেখো চোখের দৃষ্টি নম্র আর কণ্ঠে তাড়াও দম্ভ

রেখো মাটির 'পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
রেখো মাটির 'পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
জেনো আকাশের কোনো ঠিক নেই
মাটি মরণেও দেয় স্বস্তি

রেখো মাটির 'পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
জেনো আকাশের কোনো ঠিক নেই
মাটি মরণেও দেয় স্বস্তি

মন রে, বলি তোমায়
মন রে, বলি তোমায়

হয়তো তোমার জন্যে এটা সুসংবাদের লগ্ন
রেখো নিজের দোকান বন্ধ
থেকো আপন ধ্যানেতে মগ্ন
এটা নতুন কিছুই নয়তো, এ যে সকাল বিকাল ঘটছে
কত সোনা দিয়ে বাঁধা ঝকঝকে নাম, তাতেও তো জং ধরছে

এটা জগতের এক সূত্র, কভু ভালো যায় কভু মন্দ
যেন মাতাল না করে তোমারে এই সুখি সময়ের গন্ধ
এটা জগতের এক সূত্র, কভু ভালো যায় কভু মন্দ
যেন মাতাল না করে তোমারে এই সুখি সময়ের গন্ধ

রেখো মাটির 'পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
রেখো মাটির 'পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
জেনো আকাশের কোনো ঠিক নেই
মাটি মরণেও দেয় স্বস্তি

পাবে সুখের শেষেও শূন্য
যদি সে সুখ ছাড়ায় মাত্রা
পাবে সুখের শেষেও শূন্য
যদি সে সুখ ছাড়ায় মাত্রা
এই জীবনের মানে তবুও
এক আনন্দময় যাত্রা

পাবে সুখের শেষেও শূন্য
যদি সে সুখ ছাড়ায় মাত্রা
এই জীবনের মানে তবুও
এক আনন্দময় যাত্রা



Credits
Writer(s): Farzana Wahid Shayan
Lyrics powered by www.musixmatch.com

Link