Shundor Hobo

একদিন কোনো অন্ধ ভিখিরী
তার এক হাত ধরে
ব্যস্ত সড়ক পার করে দেব
একটু সময় করে

আমি সুন্দর হবো সুন্দর হবো
একটু একটু করে
নেবো এই পৃথিবীর সব সুন্দর
আমার দু'চোখ ভরে

আমি সুন্দর হবো সুন্দর হবো
একটু একটু করে
আজ জগতের যত যন্ত্রণা দিয়ে
হৃদয় সাজাবো তোরে

জেনো গোলাপ কাঁটার চুম্বনে
এই অধরে ফুটবে রক্ত
জেনো গোলাপ কাঁটার চুম্বনে
এই অধরে ফুটবে রক্ত
আমি ঝরাপাতা দিয়ে
আমি ঝরাপাতা দিয়ে মালা গেঁথে কবো
আমি যে তোমারই ভক্ত

আমি ফুলের মতন কুঁড়িয়ে তুলবো
আবর্জনার স্তুপ
আমি ফুলের মতন কুঁড়িয়ে তুলবো
আবর্জনার স্তুপ
দেখে চম্ কে যাব না
দেখে চম্ কে যাব না দগ্ধ কারোর
ঝল্ সানো পোড়া মুখ

আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে
আমি অসুন্দরকে আমার আদরে পাল্টাবো সুন্দরে
যত নিয়তির ভুল শুদ্ধ করবো মানুষ হবার জোরে
আমি নিয়তির ভুল শুদ্ধ করবো মানুষ হবার জোরে

কোন পথের ধারের নেড়ী কুকুরের
কদাকার শরীরে
পশম ঝরানো পুঁজ-ভরা ক্ষতে
বুলাবো হাত আদরে
আমি জানি না কেন যে মানুষ এখনও
আপন করেনি তোরে
আমি জানি না কেন যে মানুষ এখনও
আপন করেনি তোরে
আমি মানুষের হয়ে ক্ষমা চেয়ে নেবো
দু'টো হাত জড়ো করে
আমি মানুষের হয়ে ক্ষমা চেয়ে নেবো
দু'টো হাত জড়ো করে

জানি কোন বৃদ্ধের বহুবার বলা
গল্পটা একঘেয়ে
জানি কোন বৃদ্ধের বহুবার বলা
গল্পটা একঘেয়ে
আমি আবার শুনবো
আমি আবার শুনবো বহুবার শোনা
গল্পটা মন দিয়ে

কোন অচেনা শিশুর ধুলোমাখা চুলে
আঙ্গুলে কাটবো সিঁথি
কোন অচেনা শিশুর ধুলোমাখা চুলে
আঙ্গুলে কাটবো সিঁথি
আমি আমার ব্যথায়
আমি আমার ব্যথায় পুড়িয়ে ফেলবো
তোমার ব্যথার স্মৃতি

আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে
আমি তোমার আঁধার আমার আলোয় দেবো ঝল্ মল্ করে
আমি স্বীকার করবো আমার যা ভুল দু'চোখে মিনতি ভরে
আমি স্বীকার করবো আমার যা ভুল দু'চোখে মিনতি ভরে

ছিলো যে বন্ধু বিশ্বাস ভেঙ্গে
শত্রু সে কালে কালে
সেই শত্রুকে মনের ভুলে
ডাকবো বন্ধু বলে

আমি সুন্দর হবো সুন্দর হবো
একটু একটু করে
আমি সুন্দর হবো সুন্দর হবো
একটু একটু করে

আমি অহঙ্কারের দেয়ালগুলোকে
দেবো চুরমার করে
আমি অহঙ্কারের দেয়ালগুলোকে
দেবো চুরমার করে
আমি সুন্দর হবো সুন্দর হবো
একটু একটু করে
আমি বারেবারে তোর অভিমান ভেঙ্গে
ফেরাতে আসবো তোরে
আমি কিছুতেই তবু কিছুতেই আর
হারাতে দেবো না তোরে
আমি কিছুতেই তবু কিছুতেই আর
হারাতে দেবো না তোরে



Credits
Writer(s): Farzana Wahid Shayan
Lyrics powered by www.musixmatch.com

Link